দক্ষিণাঞ্চল থেকে আসা সবজি সাশ্রয়ী দামে পাওয়া যাবে: স্থানীয় সরকার মন্ত্রী

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল থেকে আসা কাঁচা সবজি সাশ্রয়ী দামে ঢাকার প্রতিটি পাইকারি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর যাত্রাবাড়ি কাঁচা সবজির আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন আশার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে এরইমধ্যে আসতে শুরু করেছে কাঁচা সবজি। শহরের সবগুলো পাইকারি বাজারে ব্যবস্থা রাখা আছে দক্ষিণাঞ্চলে উৎপাদিত সবজি সাশ্রয়ী দামে বিক্রির।

এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করাপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে নিয়ে পাইকারি আড়ত ঘুরে দেখেন মন্ত্রী। পরে নিউমার্কেট বাজারে যায় পরিদর্শক দল।

আরও পড়ুন: বিএনপির প্রোগ্রামে নেতাকর্মীর চেয়ে গাছে কাকের সংখ্যা বেশি ছিল: তথ্যমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply