ভারতে পাচারের সময় নারী স্বর্ণ পাচারকারী আটক

|

বেনাপোল প্রতিনিধি:

ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টম চেকপোস্ট থেকে ৭২ ভরি স্বর্ণসহ এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বেনাপোল আন্তর্জাতিক কাস্টম চেকপোস্ট দিয়ে বুধবার (২০ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।

বেনাপোল শুল্ক গোয়েন্দার অ্যাসিসটেন্ট ডিরেক্টর মনিরুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশি এক নারী পাসপোর্ট যোগে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করে ভারতে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে আন্তর্জাতিক কাস্টম চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে উম্মে সালমা (২৫) নামের এক নারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭২ ভরি স্বর্ণ জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৫ লাখ টাকা বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। এ ঘটনায় একটি মামলা হয়েছে
বেনাপোল পোর্ট থানায়। জব্দকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply