মেয়ের সঙ্গে ছবি দিয়ে সমালোচনায় আমির খান!

|

রমজান মাসে মেয়ের সাথে নিজের ফেসবুক পেজে ছবি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

গতকাল চাচাতো ভাই ও পরিচালক মনসুর খানের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে একত্র হন আমির। সেই উপলক্ষে জন্মদিনের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন।

সেই পোস্টের একটি ছবিতে দেখা যায় মেয়ে ইরার সঙ্গে খুনসুটি করছেন তিনি। তার পড়নে ছিলো ছোট পোশাক। আর তা নিয়েই ক্ষেপেছেন সোশাল মিডিয়ায় তার সমালোচকরা। তবে আমিরের পক্ষ নিয়েও দাঁড়িয়ে গেছেন অসংখ্য ভক্তরা। তাদের মতে এটা বাবা-মেয়ের ভালো সম্পর্কেই প্রকাশ করেছে।

ফেসবুকের পেজের ছবিতে দেখা গেছে প্রায় ২ হাজারের মতো কমেন্ট-পাল্টা কমেন্ট। প্রায় ৪শ মতো শেয়ারও হয়েছে।

আমির ইসলাম ধর্মাবলম্বী হলেও, তার স্ত্রী কিরণ রাও হিন্দু। তবে আমির খান নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে, নিজের মাকে নিয়ে হজেও গিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply