ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত ও মৃত মায়ের পেট ফেটে শিশু জন্ম নেয়ার ঘটনায় ঘাতক ট্রাক চালক মো. রাজু আহমেদ ওরফে সিপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ জুলাই) ময়মনসিংহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং কোর্ট মো. রাজুর রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার বিকালে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। পরে আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন মেজিট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যান অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম ও মেয়ে। ওই সময় অলৌকিকভাবে মায়ের গর্ভ ফেটে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক নবজাতক। ঘাতক ট্রাক চালককে সোমবার (১৮ জুলাই) সাভার থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, ট্রাকটির কাগজপত্রের মেয়াদ ছিল না। এছাড়া ওই ট্রাকের ধারণ ক্ষমতা ৭ টন হলেও দুর্ঘটনার সময় এর ওজন ছিল সাড়ে ১৩ টন। এমনকি ভারী যান চালানোর লাইসেন্সও ছিল না চালক রাজুর। গাড়িটির ফিটনেস না থাকা এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে দেয়ায় ট্রাক মালিকের গাফিলতিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়।
এসজেড/
Leave a reply