মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের অভিযানে অনিয়মের অভিযোগে একটি ফার্মেসি ও একটি স্টেশনারিকে মোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলায় শ্রীনগর বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়। এরমধ্যে একটি ফার্মেসিতে ২০ টাকা দামের প্যারাসিটামল সিরাপের দাম ৩৫টাকা রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা করা হয় ১০হাজার টাকা। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, অভিযানকালে রাজেন্দ্র ফার্মেসিতে মনিটরিং কালে দেখা যায় যে, তারা ২০ টাকা দামের প্যারাসিটামল সিরাপ ৩৫ টাকা দামে বিক্রি করছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করছে। এসব অভিযোগে ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে এক স্টেশনারি দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, তারা একশত খামের বান্ডিল বলে বিক্রি করছে কিন্তু প্রতিটি বান্ডিলে ১০-২০ টি করে খাম কম দিচ্ছে। দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে শ্রীনগর থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।
/এনএএস
Leave a reply