সারাদেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। ভবিষ্যতে যাতে কোনো সংকট তৈরি না হয় সেজন্য সাশ্রয়ী হচ্ছে সরকার। এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।
বুধবার (২০ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ব্যয় সাশ্রয় নীতি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি দফতরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে হবে। প্রয়োজন না হলে অধিকাংশ সভা অনলাইনে করার নির্দেশনা দেন তিনি। জরুরি না হলে বিদেশ ভ্রমণ পরিহার করার কথাও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
তিনি আরও বলেন, প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব ক্রয় পরিকল্পনা পুনর্বিবেচনা করে রাজস্ব ব্যয় হ্রাসের উদ্যোগ গ্রহণ করা হবে। খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এছাড়া খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান ড. আহমেদ কায়কাউস।
আরও পড়ুন: রেলের টিকিট বিক্রিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত, ২ লাখ টাকা জরিমানা
ইউএইচ/
Leave a reply