খাগড়াছড়িতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
পুলিশ জানায়, বুধবার (২০ জুলাই) বিকেলে বাস টার্মিনাল এলাকায় নির্বাচনের আয়োজন করা হয়। একপর্যায়ে বিবাদে জড়িয়ে পড়ে শ্রমিকদের দু’পক্ষ। তখন তারা রাস্তায় নেমে এসে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
পুলিশ তাদের থামাতে গেলে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। এ সময় লাঞ্ছিত করা হয় যমুনা টেলিভিশনের খাগড়াছড়ির প্রতিনিধিসহ দুই গণমাধ্যমকর্মীকে।কেড়ে নেয়া হয় তাদের ক্যামেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ইউএইচ/
Leave a reply