‘ছুটিতে গেলে ওয়াইফাইয়ের রাউটার বন্ধ করে যান’, বিদ্যুৎ সাশ্রয়ে ফ্রান্স সরকারের আর্জি

|

তেল ও গ্যাসের উচ্চ দামের প্রেক্ষিতে জনগণকে বিদ্যুৎ সঞ্চয়ের চেষ্টা করতে আহ্বান জানিয়েছে ফরাসি সরকার। বলা হয়েছে,  ছুটিতে গেলে ওয়াইফাইয়ের রাউটারের লাইন অফ করতেও। বুধবার (২০ জুলাই) এ আহ্বান জানায় ফরাসি সরকার। খবর এনডিটিভির।

সরকারের মুখপাত্র অলিভিয়ার ভেরান সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, আমরা এখন  যদি সম্মিলিতভাবে শক্তি সঞ্চয় করতে পারি তাহলে সেটি  শরৎ বা শীতকালে ব্যবহার করতে সক্ষম হবো।  আপনি যখন সপ্তাহ শেষ ছুটি কাটাতে যাবেন তখন যতটা সম্ভব প্লাগগুলো আনপ্লাগ করে রাখবেন। কারণ সেগুলো শক্তি খরচ করতে থাকে। বিশেষ করে ওয়াইফাই আনপ্লাগ করা উচিত।

আরও পড়ুন: ইউক্রেনে যত বেশি দূরপাল্লার অস্ত্র যাবে, রাশিয়া তত বেশি এলাকা নেবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে ক্রেমলিনের আক্রমণের পর রাশিয়া তার গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে বা সম্পূর্ণভাবে কেটে ফেলার কারণে বছরের শেষের দিকে জ্বালানি ঘাটতি নিয়ে ফ্রান্স এবং ইউরোপ জুড়ে ক্রমবর্ধমান উদ্বেগই যেন ফুটে উঠছে এই নির্দেশনায়। অনেক দেশ গ্রীষ্মে গ্যাস স্টোরেজ সুবিধাগুলি পূরণ করতে উঠেপড়ে লেগেছে। কারণ, এই সময় গ্যাস বা বিদ্যুতের ব্যবহার শীতের তুলনায় কম হয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply