সৌদি আরবের এক সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তাইফে এ হামলা চালানোর আগে এক পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র নিজের দখলে নেয় দুইজন বন্দুকধারী।
সৌদি সংবাদমাধ্যম আল-সবক’কে উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, সেনাঘাঁটিতে হামলায় বেশ কয়েকজন সেনা-কর্মকর্তা আহত হয়েছেন। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।
দুইজন বন্দুকধারী তাইফের ন্যাশনাল গার্ড ফ্যাসালিটি নামের ওই ঘাঁটিতে হামলা চালায়। মক্কা থেকে ঘটনাস্থলের দূরত্ব ৭০ কিলোমিটার।
সবক’কে সেনাসূত্র জানিয়েছে, ‘তিনি (পুলিশের ডেপুটি সার্জেন্ট আব্দুল্লাহ মাশহারি আল কুরাইশি) সেনাঘাঁটি লাগোয়া রাস্তার যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সে সময় তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়’।
হামলায় বহু সেনা সদস্যের পাশাপাশি হামলাকারীদের একজনও আহত হয়েছে। অপর হামলাকারী পালিয়ে গেছে। সামাজিক মাধ্যমে হামলার সময়কার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বন্দুকের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Leave a reply