রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতার খবর গুজব। বরং সুস্থ স্বাভাবিক আছেন তিনি; এমন দাবি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধানের। খবর বিবিসির।
এক বিবৃতিতে উইলিয়াম বার্নস জানান, পুতিনের শারীরিক অবস্থা খারাপ এমন কোনো তথ্যপ্রমাণ মেলেনি। যেকোনো সময়ের চেয়ে ৭০ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট আরও স্বাস্থ্যবান হয়ে উঠেছেন বলে ঠাট্টাও করেন তিনি।
কর্মজীবনে দীর্ঘদিন মস্কোয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা বার্নস জানান, দুই দশকের বেশি সময় ধরে রুশ নেতাকে পর্যবেক্ষণ করছেন তিনি। পুতিন ‘দখলদারিত্বে বিশ্বাসী’ বলে মন্তব্য করেন। বলেন, বেশ কিছুদিন ধরেই রুশ প্রেসিডেন্ট ক্যানসার কিংবা জটিল রোগে আক্রান্ত এমন খবর ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। তবে এগুলো এক ধরনের প্রোপাগান্ডা।
এটিএম/
Leave a reply