ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ: হাইকোর্ট

|

ফাইল ছবি।

ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ করতে মৌখিক আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ছাদে যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করার নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে এমন আদেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ।

আদালত বলেন, রেলে টিকেট নিয়ে কালোবাজারি, অনিয়ম, দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। একই সাথে ছাদে যাত্রী পরিবহন বন্ধ ও কালোবাজারি বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে তা জানাতে হবে। ওইদিন পরবর্তী আদেশ দেয়া হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আন্দোলনকারী ছাত্র মহিউদ্দিন রনির অভিযোগের বিষয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় কমিটিকে। সহজ ডটকমকে গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দুই লাখ টাকা জরিমানা করেছে।

আদালতে রেলের তিন কর্মকর্তা জানান, লোকবল স্বল্পতায় অসামঞ্জস্য রয়েছে অনেক বিষয়ে। তা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে, গতকাল বুধবার (২০ জুলাই) মহিউদ্দিন রনির বিষয়ে জানতে চায় হাইকোর্ট। রনি গতকালই গণমাধ্যমকে জানান ছয় দফা দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
আরও পড়ুন: অক্টোবর নাগাদ কমবে লোডশেডিং: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply