মারা গেলো বিশ্বের বয়স্ক পুরুষ পান্ডা

|

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডার মৃত্যু হয়েছে। বিশাল আকারের এ পান্ডাটির বয়স হয়েছিল ৩৫ বছর। হংকংয়ের একটি থিম পার্কে স্বাস্থ্যের অবনতি হওয়ায় এটি মারা যায়।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালে চীন উপহার হিসেবে অ্যান অ্যান নামের একটি পুরুষ ও জিয়া জিয়া নামের নারী পান্ডা দেয়। এরপর এটি অধিকাংশ সময় ওশান পার্কে কাটিয়েছে। তবে নারী পান্ডাটির ২০১৬ সালে ৩৮ বছর বয়সে মৃত্যু হয়। তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী পান্ডা।

অ্যান অ্যানের মৃত্যুর পর শোক জানিয়েছে ওশান পার্ক। কারণ পরিবারের সদস্যদের মতো এটি পার্কে বেড়ে ওঠে। তাছাড়া স্থানীয় ও পর্যটকদের সাথেও গড়ে তুলেছিল বন্ধন।

পান্ডাটির উচ্চ রক্তচাপ ছিল, যা জেরিয়াট্রিক পান্ডাদের মধ্যে একটি সাধারণ অবস্থা। গত তিন সপ্তাহ ধরে অ্যান অ্যানকে পার্কে দর্শনার্থীদের দৃষ্টির বাইরে রাখা হয়েছিল। কারণ তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply