ক্লাবে খারাপ করা খেলোয়াড়রাও আর্জেন্টিনার হয়ে ভালো করছে, জিতবে কাতার বিশ্বকাপ: ভালদানো

|

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার পর ফিনালিসিমা জয় করেছে আর্জেন্টিনা। রীতিমতো স্বপ্নযাত্রা চলছে লিওনেল মেসিদের। টানা দুই বছর অপরাজিত থেকে অপেক্ষা এবার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার। সেই আক্ষেপ ঘুঁচবে কাতার আসরেই। এমনটাই মনে করেন আকাশী-নীলদের ৮৬ বিশ্বকাপজয়ী তারকা হোর্হে ভালদানো।

ভালদানো বলেন, আমরা এখন বেশ ভালো করছি। আর্জেন্টিনা এমন অবস্থানে আছে, যেখান থেকে সব দলকেই হারানোর ক্ষমতা রাখে। তবে ইউরোপ ও লাতিন ফুটবলে কিছু পার্থক্য আছে। বিশেষ করে শারীরিক ও টেকনিক্যাল কারণে ডেনমার্ক, সুইজারল্যান্ড ও বেলজিয়ামকে হারানো কঠিন হবে।

শিরোপা স্বপ্নে বারবার খেই হারানো দলটির কাণ্ডারি নিঃসন্দেহে কোচ লিওনেল স্কালোনি। তার অধীনেই বদলে যাওয়া মেসি-ডি মারিয়াদের। তাইতো স্কালোনিকে কৃতিত্ব দিতে ভুলেননি ভালদানো।

ভালদানোর মতে, ফুটবলাররা স্কালোনিকে বিশ্বাস করে। সে দলে দারুণ ভারসাম্য তৈরি করেছে। যে কারণে ক্লাবে খারাপ করা ফুটবলারও এখন আর্জেন্টিনার হয়ে ভালো করছে। লো প্রোফাইল নিয়েও সে দলে আধিপত্য তৈরি করেছে।

ক্লাবের হয়ে সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসির। কিন্তু জাতীয় দলের জার্সিতে অবিশ্বাস্য ছুটে চলা। মাঠে এলএমটেনের পজিশন পরিবর্তনেই মিলেছে সাফল্য, মনে করে ভালদানো।

ভালদানোর ভাষ্য, মেসি এমন এক ফুটবলার। যে সব পজিশনেই মানিয়ে নিতে পারে। অনেকটা মানচিত্রের মতো আচরণ করে। সে এখন মাঝমাঠে খেলছে, যা আর্জেন্টিনার জন্য সুফল নিয়ে আসছে। কারণ আগের মতো গোল করার অবস্থায় নেই সে।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে এবার গ্রুপ সি-তে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply