আপাতত বদলাচ্ছে না সরকারি অফিসের সূচি, দিনের বেলা জ্বলবে না লাইট

|

বিদ্যুৎ-জ্বালানী সাশ্রয়ে আপাতত অফিস সময়সূচিতে পরিবর্তন আসছে না। তবে সরকারি অফিসে ২৫ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ও সচিবরা। নৌ প্রতিমন্ত্রী জানান, নির্দেশনার চেয়ে বেশি ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় শুরু করেছে মন্ত্রণালয়। অন্যদিকে পানি সম্পদ সচিব জানিয়েছেন, পানি ভবনে দিনে মাত্র ২ ঘণ্টা এসি চলবে। দিনের বেলা জ্বলবে না কোনো লাইট।

পুরাতন ঢাকার পোস্তার কাজি রিয়াজউদ্দিন রোডে ভরদুপুরেও জ্বলে সড়ক বাতি। এলাকাবাসী জানান, প্রায় প্রতিদিনই দিনের বেলা বাতি জ্বলে। সাশ্রয়ের আহ্বানেও টনক নড়েনি বিদ্যুৎ বিভাগ বা সিটি করপোরেশনের।

রাজধানীর কোনো কোনো রাস্তায় যখন এমন অবস্থা তখন সচিবালয়ে আগের চেয়ে কমেছে এসি ও বিদ্যুতের ব্যবহার। শুরু হয়েছে ২৫ ভাগ বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নির্দেশনা বাস্তবায়ন। সমালোচনার পর পানি ভবনসহ সরকারি ১১টি ভবনের এসি ও বিদ্যুতের ব্যবহার কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ও সচিবরা।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেন, পানি ভবন গ্লাসের একটি বিল্ডিং। এখানে প্রচুর আলোর ব্যবস্থা আছে। আমরা আলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। কোনো কক্ষেই আলো জ্বলবে না। আর সারাদিনের মধ্যে মাত্র দুই ঘণ্টা এসি চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই ভবনে আটটি লিফট আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচটি লিফট বন্ধ করার।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা ৫০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে ফেলেছি। যেখানে আগে দুইটা এসি চলতো সেখানে এখন একটা এসি চলে। শুধু মন্ত্রণালয়ের ভেতরে না জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানেও এই নির্দেশনা।

জ্বালানী সাশ্রয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গাড়ী ব্যবহারেও লাগাম টানছে সরকার। এ ব্যাপারে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেন, আমরা সবাই ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে অনেকে মিলে একটি গাড়িতে করে যাতায়াত করতে পারি।

তিনি আরও বলেন, অফিস সময়সূচীর আপাতত কোনো রদবদল হচ্ছে না। অফিসের সময়সূচী সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত করার প্রস্তাব থাকলেও আপাতত তা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

সংকট নিরসনে বিদ্যুৎ ও জ্বালানি কতটা সাশ্রয় হচ্ছে মাসিক ভিত্তিতে তা মনিটরিং করবে প্রতিটি মন্ত্রণালয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply