মার্কিন যুক্তরাষ্ট্রের বার্গার কিংয়ের একটি রেস্টুরেন্ট থেকে অর্ডার করা চিকেন ফ্রাই খাওয়ার সময় অর্ধেক খাওয়া সিগারেট পেয়েছেন এক কিশোরী। যা দেখে ‘ট্রমাটাইজ’ হয়ে যান তিনি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কিশোরীর মা জেন হলিফিল্ড বলেছেন, অর্ডার দেয়া খাবারে আমরা সিগারেটের ফিল্টার পেয়েছি। ঘটনাটি গত সপ্তাহে মিসিসিপির একটি বার্গার কিংয়ে ঘটেছে। যেখান থেকে তিনি এবং তার ১৪ বছর বয়সী মেয়ে ‘চিকেন ফ্রাই’ পার্সেল নিয়েছিলেন।
হলিফিল্ড জানান, রেস্টুরেন্ট থেকে পার্সেল নিয়ে বাড়ি ফেরার পথে ফাস্টফুডপ্রেমী মা-কন্যা জুটি খাবার খেতে শুরু করেন। খাবারের সময় কিশোরী তার মাকে বলতে থাকে যে সে সিগারেটের গন্ধ পাচ্ছে। মা তার মেয়েকে এ সময় বোঝানোর চেষ্টা করছিলেন যে, সেখানে কোনো সিগারেট নেই। এরপর আবারও তারা খাওয়া শুরু করেন। কিন্তু মেয়ে ক্রমাগত তার উদ্বেগ প্রকাশ করতে থাকে।
মা-মেয়ে দু’জন যখন প্রায় ছয়টি চিকেন ফ্রাই খেয়ে ফেলেছে, তখন কিশোরীটি সিগারেট দেখে চিৎকার দিয়ে ওঠে। বিষয়টি দেখে বিস্মিত হয়ে যান মা হলিফিল্ডও।
এরপর ৪৫ মিনিট পর ক্ষুব্ধ হলিফিল্ড বার্গার কিংয়ের সেই দোকানে যোগাযোগ করেন। তিনি সেখানকার ম্যানেজারের কাছে এই ব্যাপারে অভিযোগ দেন। পরে সেই ম্যানেজার তাকে সম্পূর্ণ অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি জানান। তবে হলিফিল্ড এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সূত্র: এনডিটিভি।
জেডআই/
Leave a reply