তিন মাস শেষে জোট সরকার গঠনে সম্মত ইতালি

|

তিন মাসের টানাপোড়েন শেষে জোট সরকার গঠনে সম্মত হলো ইতালি। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের কাছে মন্ত্রিসভার প্রস্তাব পেশ করলেন প্রধানমন্ত্রী প্রার্থী জুসেপ্পে কন্তে।

গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবারের মধ্যে শপথ নিতে পারে ইতালির নতুন সরকার। মার্চের নির্বাচনে এগিয়ে থাকা দুটি দল- ফাইভ স্টার মুভমেন্ট এবং রাইট উইং লিগের রাজনীতিকদের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। দু’দলের চেয়ারপার্সনরা হবেন উপ-প্রধানমন্ত্রী। যেহেতু অর্থমন্ত্রী নিয়ে প্রেসিডেন্টের আপত্তি ছিলো, তাই, বৃহস্পতিবার দফায় দফায় আলোচনা শেষে অর্থনীতির অধ্যাপক জিওভান্নি ত্রিও-কে এই পদের জন্য বাছাই করা হয়।

অন্যদিকে আলোচিত পাওলো সাভোনাকে দেয়া হয়েছে ইইউ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। মার্চের নির্বাচনের পরও সরকার গঠন করতে না পারায় বাধ্য হয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply