ব্রাজিলে বস্তিতে পুলিশি অভিযান, নিহত কমপক্ষে ১৮

|

ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনেরিও’র বস্তি এলাকায় পুলিশি অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। প্রশাসনের দাবি, তাদের সবাই অপরাধী চক্রের সদস্য। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার (২১ জুলাই) আলেমাও বস্তি ঘেরাও করে চার শতাধিক পুলিশ সদস্য। তাদের সাথে ছিল ৪টি হেলিকপ্টার এবং ১০টি বুলেটপ্রুফ গাড়ি।

মূলত মাদক চোরাকারবারি এবং খুনি-লুটেরাদের আটক করাই ছিল পুলিশের উদ্দেশ্য। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়েই হামলা চালায় গ্যাং মেম্বাররা। দিনভর চলে সাঁড়াশি অভিযান, ধরপাকড়। চোরাকারবারিরা সেনা ছদ্মবেশে থাকায় অনেককে শনাক্ত করতে বেগ পেতে হয় পুলিশের।

এদিকে, অপরাধী চক্রের অর্ধ-শতাধিক সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। জবানবন্দিতে চোরাকারবারিরা জানিয়েছে, প্রতিবেশী বস্তিগুলোতে তারা হামলার পরিকল্পনা করছিলেন। অভিযানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ব্রিটেনে তাপদাহে গলে গেল ট্রেনের সিগন্যাল!
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply