আবারও কোপার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখবে বিশ্ব?

|

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালে ২০২১ সালে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের কথা হয়তো কেউই ভোলেননি। সেই ফাইনালে ২৮ বছর পর শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। বছর ঘুরে আবারও কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা জেগেছে এই দুই দলের।

তবে এবার নারী কোপা আমেরিকায়। যেখানে এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজ নিজ সেমি জিতলেই ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল।

কলম্বিয়ায় ৯ জুলাই শুরু হওয়া এ টুর্নামেন্টে একই গ্রুপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। শুরু থেকেই অপ্রতিরোধ্য ফুটবল খেলতে থাকা ব্রাজিল গ্রুপ পর্বের চার ম্যাচের সবকয়টি জিতে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়েই যাত্রা শুরু করেছিল তারা।

বাংলাদেশ সময় ভোর ৬টায় বুধবার (২৭ জুলাই) সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ‘এ’ গ্রুপে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে প্যারাগুয়ে।

অন্যদিকে ব্রাজিলের কাছে চার গোলে হেরে যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার। তবে ঘুরে দাঁড়িয়ে পরের তিন ম্যাচ জিতে সেমির টিকিট নিশ্চিত করেছে লা আলবিসেলেস্তেরা।

আসরের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এ দুই সেমিফাইনালে যদি দুই দল জয়ের দেখা পায়, তাহলে ৩১ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। অবশ্য দুই দলই যদি হেরে যায়, তাহলে ৩০ জুলাইয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়তে হবে এ দুই চির প্রতিদ্বন্দ্বীকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply