সোহানের অধিনায়কত্ব মানেই নতুন যুগের সূচনা নয়: সুজন

|

খালেদ মাহমুদ সুজন।

টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে বেছে নেয়া মানেই নতুন যুগের সূচনা নয়। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়ার অংশ হিসেবেই নেয়া হয়েছে এই উদ্যোগ। জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অধিনায়কত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে মাহমুদউল্লাহর সাথে বৈঠকে বসে বিসিবির নির্বাচক প্যানেল ও ক্রিকেট অপারেশন্স। এখানে সিদ্ধান্ত নেয়া হয়, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান। আর বিশ্রামে রাখা হয়েছে মাহমুদউল্লাহ ও মুশফিক রহিমকে। সেই সাথে, ছুটি দেয়া হয়েছে সাকিব আল হাসানকে।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদ মাহমুদ সুজন জানান, ওয়ানডেতে সাফল্য পাচ্ছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগাররা। এর কারণ খুঁজে বের করা দরকার। সেই সাথে, তরুণ খেলোয়াড়দের যাচাই করে দেখার অংশ হিসেবেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে হাসান মাহমুদ আর পারভেজ ইমনকে।

সুজন আরও বলেন, ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে বাংলাদেশ এখনও নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রমাণ করতে পারেনি। তাই মূলত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবেই নেয়া হয়ে এসব পরিবর্তন। তাছাড়া দলে পাওয়ার হিটারের অভাব যেখানে আছে, সেখানে তেমন ব্যাটার তৈরি করাও আমাদের কাজ। তাছাড়া যেমনটা বলা হচ্ছে, আমাদের টেকনিক্যাল ও ট্যাকটিকাল সমস্যা আছে। আমি তা মনে করি না। তাহলে তো আমরা ওয়ানডেতে জিততে পারতাম না। তবে টি-টোয়েন্টিতে পারছি না। সেই না পারা থেকেই আরও কিছু খেলোয়াড়কে যাচাই করে নিতে চাচ্ছি।

আরও পড়ুন: বিশ্রামে মাহমুদউল্লাহ-মুশফিক, জিম্বাবুয়ে সিরিজের অধিনায়ক সোহান

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply