বিশ্ব ক্রিকেটে শক্ত অবস্থানের জন্য ভারতের কোচিং স্টাফদের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তৈরির তাগিদ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। পাশাপাশি রাজ্য ক্রিকেটকে ঢেলে সাজানোর কথা জানান তিনি। ভারতের ক্রিকেট অবকাঠামোকে আরও শক্তিশালী করতে দায়িত্ব পেয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন লক্ষ্মণ।
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি দেশ ভারত। ক্রিকেট বিশ্লেষকদের মতে, তিনটি ভিন্ন ফরম্যাটের জন্য চাইলেই দল গড়তে পারে ভারতের ক্রিকেট বোর্ড। ভারতের শক্তিশালী রিজার্ভ বেঞ্চের কথা মানছেন সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তবে এমন অর্জনে গা ভাসাতে নারাজ তিনি। বরং ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফদের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তৈরির তাগিদ দিয়েছেন লক্ষ্মণ। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ বলেন, আমি মনে করি কোচ এবং সহকারীদের জন্য রিজার্ভ বেঞ্চ তৈরি করা দরকার। কেননা ক্রিকেট এখন যে পেশাদারিত্বে পৌঁছেছে তাতে যোগ্য কোচ, ফিজিও এবং ক্রীড়াবিজ্ঞানীদের চাহিদা বাড়তে বাধ্য।
খুব বেশিদিন হয়নি ভিভিএস লক্ষ্মণ ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের দায়িত্ব পালন করছেন। শক্ত অবকাঠামো তৈরি করতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। নিজের কাজ সম্পর্কে তিনি বলেন, আমাদের দেশে বহু প্রতিভা রয়েছে। যথাযথ দিক নির্দেশনা পেলে তারাও দেশের জন্য অবদান রাখতে পারে। আর তাদের জন্য মঞ্চ তৈরি করে দেয়াটা আমার দায়িত্ব।
ভারতীয় ক্রিকেটের মূল স্তম্ভ হিসেবে রাজ্য ক্রিকেটকে মানেন লক্ষ্মণ। সংস্থাগুলোর সমন্বয়ের উপর জোর দিয়ে তিনি বলেন, রাজ্য সংস্থাগুলোর সাথে আমাদের যোগাযোগ আরও বাড়াতে হবে। যোগাযোগ না বাড়ালে ক্রিকেটারদের চোট সমস্যা কমানো যাবে না। আমাদের সবার লক্ষ্য প্রত্যেক ক্রিকেটারের সেরা সুবিধা নিশ্চিত করা।
শুধুমাত্র ক্রিকেটার নয়, ভারতের ক্রিকেটকে শক্তিশালী করতে হলে কোচিং স্টাফ তৈরি ও রাজ্য ক্রিকেটের উন্নতিতে জোর দেয়ার কথা জানান ভিভিএস লক্ষ্মণ।
আরও পড়ুন: বাবর ‘ক্যাপ্টেন কুল’, অবসর পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক থাকা উচিত তার: মিয়াঁদাদ
/এম ই
Leave a reply