মার্কিন কংগ্রেসকে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী স্টিভ ব্যানন। খবর দ্য গার্ডিয়ানের।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার তদন্তকারী কমিটির তথ্যের অনুরোধ অস্বীকার করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর আগে, আদালতে এই ইস্যুতে চারদিন ধরে চলে শুনানি। সংশ্লিষ্ট তদন্ত কমিটির সামনে হাজির হতে অস্বীকৃতি জানানোয় ব্যাননকে দুটি অবমাননার অভিযোগের সম্মুখীন হতে হয়েছে। প্রতিটি অবমাননার জন্য নূন্যতম ৩০ দিন থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিচারকরা জানান, ব্যানন ইচ্ছাকৃতভাবে স্পষ্ট এবং সুস্পষ্ট সময়সীমা উপেক্ষা করেছেন। আগামী ২১ অক্টোবর স্টিভ ব্যাননের সাজা ঘোষণা হবে। স্টিভ ব্যাননের বিরুদ্ধে গত বছরের ২৩ সেপ্টেম্বর একটি সমন জারি করা হয়। এতে ওই বছরের ৭ অক্টোবরের মধ্যে তাকে কমিটির কাছে অনুরোধ করা নথি সরবরাহ করা এবং ১৪ অক্টোবরের মধ্যে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।
এটিএম/
Leave a reply