লিবিয়ার ত্রিপোলিতে গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩, আহত ২৭

|

ছবি: সংগৃহীত।

লিবিয়ার রাজধানী শহর ত্রিপোলিতে বিদ্রোহী দলগুলোর মধ্যে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ত্রিপোলির জরুরি বিভাগের মুখপাত্র ওসামা আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৩ জন সাধারণ নাগরিক ছিলেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।

এর আগে শুক্রবার (২২ জুলাই) ত্রিপোলির শহরতলীর আসবায় অবস্থিত রেডিসন ব্লু হোটেলের নিকটবর্তী এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশেপাশে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এক পর্যায়ে আসবা ও আইন যারা এলাকায়ও ছড়িয়ে পড়ে সংঘর্ষ।

সংঘর্ষের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দেশটির বিরোধী দলের সমর্থনকারী মিলিশিয়াদের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। গত মাসেও দু’টি প্রভাবশালী মিলিশিয়া দলের মধ্যে তীব্র গোলাগুলিতে নড়ে ওঠে ত্রিপোলি। এ ঘটনায় বেশ কয়েক কয়েকজন আহত হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply