১৬ বছরের ব্যবধানে দেশে মাছের উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বলেন, মৎস্যবান্ধব কার্যক্রমের ফলে ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদন হয়েছে প্রায় ৮৬ লাখ ২১ হাজার টন। যা আগের বছরের চেয়ে ১ লাখ ১৮ হাজার টন বেশি।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শনিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদফতরের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্যখাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
/এমএন
Leave a reply