‘যা ভেগাসে ঘটবে তা ভেগাসেই থাকবে’, রিয়ালকে বার্সা প্রেসিডেন্টের প্রচ্ছন্ন হুমকি

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রোববারের (২৪ জুলাই) এই ম্যাচের আগে লস ব্লাঙ্কোসদের প্রতি প্রচ্ছন্ন হুমকির সুরেই যেন বার্তা পাঠিয়ে দিলেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। এক বিশাল ইলেকট্রিক ব্যানারে লাপোর্তার ছবির নিচে লেখা, দুশ্চিন্তার কিছুই নেই মেরেঙ্গুয়েস (রিয়াল মাদ্রিদ)। যা ভেগাসে ঘটবে তা ভেগাসেই থাকবে।

হুয়ান লাপোর্তার ক্যাম্পেইন ম্যানেজার লুইস কারাসকোর মস্তিষ্কপ্রসূত এই বিজ্ঞাপনের অর্থ সহজেই বুঝে ফেলা সম্ভব। গত মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল জাভির বার্সা। আবার সেরকম কিছু ঘটে গেলেও মাদ্রিদের দুশ্চিন্তার কিছু নেই, সেটাই হয়তো ইঙ্গিত করতে চাইলেন লাপোর্তা।

প্রাক মৌসুমে এ পর্যন্ত দুটি প্রীতি ম্যাচ খেলেছে বার্সা। কাতালুনিয়ান ক্লাব ওলোটের সাথে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে জাভির দল। এরপর যুক্তরাষ্ট্র সফরের প্রথম ম্যাচে ইন্টার মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দেয় নতুনভাবে সাজা ব্লগ্রানারা। দলে নতুন সংযোজন রাফিনিয়াসহ পিয়েরে এমেরিক অবামেয়াং, গাভি, আনসু ফাতি, মেম্ফিস ডিপাই ও ওসমান ডেম্বেলে খুঁজে পান গোলের ঠিকানা।

আরও পড়ুন: আর্থিক সমস্যায় জর্জরিত বার্সা কীভাবে ৫০ মিলিয়ন ইউরোতে লেভাকে কিনছে?

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply