ইসরায়েলের একটি সুইমিং পুলের মেঝে ধসে বিশালাকার একটি গর্ত তৈরি হয়। এবং এক পলকে পুলের সব পানি উধাও হয়ে যায়। সেই ৪৩ ফুট গভীর গর্তে পড়ে এক জনের মৃত্যু হয়েছে।
ওই সময় পুল পার্টিতে মজে ছিলেন বেশ কয়েকজন। হঠাৎই সুইমিং পুলের নীচের একটি অংশ ধসে বিশাল গর্তের সৃষ্টি হয়। সাঁতার কাটার সময় সেই গর্তই পুলের পানিসহ একজনকে ভিতরে টেনে নেয়। ভয়ানক এই দৃশ্য একটি ভিডিও ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে।
দ্য গার্ডিয়ান এর প্রতিবেদন বলা হয়, ইসরায়েলের কারমি ইয়োসেফ শহরে বৃহস্পতিবার (২১ জুলাই) ঘটনাটি ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সুইমিং পুলে গোসল করছিলেন কয়েকজন। হঠাৎ পুলের মেঝে ধসে বিশাল একটি গর্ত তৈরি হয়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে পুলের সমস্ত পানি ৪৩ ফুট গভীর গর্ত টেনে নেয়। পুলে থাকা দু’জন সেই পানির ঘূর্ণিতে পড়ে প্রায় তলিয়ে যাচ্ছিলেন।
উপস্থিত অন্যরা এক জনকে কোনও রকমে বাঁচাতে পারলেও, অন্য আর একজন পানির সাথে ওই গর্তের ঢুকে যায়।
ইসরায়েলের পুলিশ জানিয়েছে, সুইমিং পুলে ৬জন গোসল করছিল। কিমহি নামে এক ব্যক্তি পুলের নীচে সৃষ্ট গর্তে পড়ে মৃত্যু হয়েছে। পরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এনবি/
Leave a reply