সরকারি সফরে স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এই সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয় এয়ারবাস সিএএসএ সি২৯৫ডব্লিউ বিমানের হস্তান্তরের নিমিত্তে চূড়ান্ত প্রস্ততিমূলক কার্যক্রম এবং এয়ার ক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান শনিবার (২৩ জুলাই) ঢাকা ত্যাগ করেন। আগামী ২৬ জুলাই পর্যন্ত তিনি স্পেনে অবস্থান করবেন।
দেশটির সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন এস এম শফিউদ্দিন আহমেদ। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সফরের দ্বিতীয় অংশে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ২২ তম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।
/এমএন
Leave a reply