জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের আহ্বান

|

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। ফাইল ছবি।

বৈশ্বিক পরিস্থিতিতে ভবিষ্যতে যেন জ্বালানি সংকট তৈরি না হয়, সে জন্য শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

ঢাকা চেম্বার আয়োজিত ‘এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে ওষুধ খাতের রফতানি, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ’ শীর্ষক সেমিনারে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ মন্তব্য করেন।

এ সেমিনারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমাদের বাজার বিস্তৃত করতে হবে। ঢুকতে হবে আমেরিকার বাজারে। ২০২৬ সালের পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ হলে জিএসপি সুবিধা উঠে যাবে। যা আগামী দিনে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বেড়ে যাবে স্থানীয় বাজারে ওষুধ উৎপাদনের ব্যয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply