মধ্যরাতে শেষ হয়েছে সমুদ্রে মাছ শিকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা

|

ছবি: সংগৃহীত।

শনিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে শেষ হয়েছে সমুদ্রে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা। তাই আবারও জাল নিয়ে সাগরে নেমেছেন জেলেরা। আড়তগুলোতেও ফিরেছে কর্মচাঞ্চল্য।

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছিলেন জেলেরা। তারা বলছেন, বেকার সময় ঋণগ্রস্ত হয়েছেন বহু জেলে। খাদ্য সহায়তা হিসেবে চাল পেলেও, তা দিয়ে সংসার চলে না। সাগরে ইলিশ ধরা পড়লে ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন জেলেরা।

এদিকে, ইলিশ মৌসুমে সমুদ্রের জলদস্যুতা প্রতিরোধে আইন শৃঙ্খলাবাহিনীর বাড়তি নজরদারি প্রয়োজন বলে জানান মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। অবিলম্বে র‍্যাবের ঘাঁটি স্থাপনের দাবি তার।

এর আগে, মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করাসহ জীববৈচিত্র্য রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply