ইসির সঙ্গে সংলাপে সংরক্ষিত নারী আসন বাতিলের দাবি

|

নির্বাচন কমিশনের সাথে সংলাপে বিতর্কিত দাবি উত্থাপন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সংসদে সংরক্ষিত নারী আসন বাতিল এবং রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য বিলুপ্তির দাবি জানায় তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৪ জুলাই) সকালে ষষ্ঠ দিনের সংলাপে বসেন তারা। এছাড়া নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, না ভোট চালু, ইভিএম-এ ভোট না নেয়ার দাবিও জানায়।

সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, দেশে সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। ভোটের সময় নির্বাচনকালীন সরকার নিরপেক্ষভাবে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply