নিজেকে প্রমাণের কিছুই বাকি নেই: নেইমার

|

ছবি: সংগৃহীত

পিএসজিতে নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনায় কিছুটা হয়তো বিরক্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তিনি বলেছেন, কারও কাছেই নিজেকে প্রমাণের বাকি নেই আমার। সবাই আমাকে জানে। আমিও জানি মাঠে কী করতে পারি। খবর গোল ডটকমের।

ক্রীড়া বিষয়ক এই গণমাধ্যমটি গত জুনে জানিয়েছিল, দলবদলের বাজারে ভালো অফার পেলে নেইমারকে বিক্রি করে দিতে পারে পিএসজি। তবে ৩০ বছর বয়সী নেইমার জানিয়েছেন, তিনি পিএসজির সাথে তার চুক্তিকে সম্মান করবেন। তাছাড়া ফরাসি জায়ান্ট ক্লাব ছাড়ার কোনো ইচ্ছে যে তার নেই, সে ব্যাপারেও মাঝেমধ্যেই জানিয়েছেন নেইমার। গোল ডটকমকে তিনি বলেন, আমি এখানে থাকতে চাই। চুক্তির আরও কয়েক বছর বাকি রয়েছে। আর, এখনও পর্যন্ত ক্লাব ছাড়ার ব্যাপারে কর্তৃপক্ষ কিছুই জানায়নি।

নেইমার আরও বলেন, আমার নিজেকে প্রমাণ করতে হবে না। কেবল সুখী থাকার জন্য আমার ফুটবল খেলা দরকার। মানুষ বেশি কথা বলে। মূলত তারা কিছুই করতে পারে না বলেই বেশি কথা বলে।

পিএসজিতে নিজের ভবিষ্যত নিয়ে অন্ধকারে আছেন নেইমার। নিজে মেসি-এমবাপ্পেদের সাথে থাকতে চাইলেও ক্লাবের পরিকল্পনা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন এই ব্রাজিলিয়ান।

আরও পড়ুন: অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিতে বেতন কমাবেন রোনালদো

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply