গাজীপুরে জেনারেটরের এসি কম্প্রেসার বিষ্ফোরণে নিহত ২

|

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় জেনারেটরের এসি কম্প্রেসার বিষ্ফোরণে দুই জন নিহত হয়েছেন। 

রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকার এলিগেন্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে।নিহত সাগর ইসলাম (২৪) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি এলিগেন্ট গার্মেন্টসে এসি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। অপরজন সোহেল ইসলাম (২৫) ফরিদপুর জেলার সদরপুর থানার নইরশি গ্রামের জয়নাল তালুকদারের ছেলে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, কারখানার জেনারেটরের এসি কম্প্রেসার মেশিন বিকল ছিল, ওই কম্প্রেসার মেশিনটিই মেরামত করছিলেন সাগর ও সোহেল। মেরামত শেষে কম্প্রেসার মেশিনটি চালু করার সাথে সাথেই সেটি বিকট শব্দে বিষ্ফোরিত হলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সাগর ও সোহেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীর ও মুখ মণ্ডল ঝলসে গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply