ইউক্রেনের ৯২ সেনা সদস্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন রাশিয়ার

|

ইউক্রেনের ৯২ সেনা কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করলো রাশিয়া। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্তও শুরু করেছে মস্কো। খবর বিবিসির।

দেশটির সরকারি সংবাদ মাধ্যম রসিসকায়া গেজেটকে রুশ আইনজীবী আলেকজান্ডার বাস্ট্রিকিন জানান, প্রায় দেড় হাজার অপরাধমূলক তথ্যের ওপর তদন্ত শুরু করেছে পুতিন সরকার। বলা হচ্ছে, শান্তি এবং জন নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছে ইউক্রেনের এসব সেনারা।

তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি জেলেনস্কি সরকার। বরং ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ান বাহিনীর দ্বারা সংঘটিত ২১ হাজারের বেশি যুদ্ধাপরাধের তথ্য নিয়ে তদন্ত করেছে ইউক্রেন। এছাড়াও কিয়েভের পরিস্থিতি পর্যবেক্ষণে পাঠানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধিও।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply