পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে হাটের আধিপত্য নিয়ে স্থানীয় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার (২৪ জুলাই) রাতে ঈশ্বরদীর চরকুড়–লিয়ার নছিরের ঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদীর চড় গড়গড়ি আলহাজ্ব মোড়ের দৈনিক হাটের ইজারা পান চরকুড়–লিয়া গ্রামের আবদুল্লাহ আল কাফি। অপরদিকে, চরগড়গড়ি মাদ্রাসা মোড়ের হাটের ইজারা পান একই গ্রামের গোলাম সারোয়ার। দৈনিক হাট ও সাপ্তাহিক হাটের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বেশকিছুদিন ধরে বিরোধ চলছিল।
এরই জের ধরে রোববার রাতে চরকুড়–লিয়ার নছিরের ঘাটে দু’পক্ষের লোকজন সংঘর্ষের জড়ায়। সংঘর্ষে দু’পক্ষের ২০ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এটিএম/
Leave a reply