‘ভোটে যে সরকারই থাকুক, প্রভাব বিস্তার করতে পারবে ইসি’

|

সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

নির্বাচনের সময় যে সরকারই থাকুক, নির্বাচন কমিশন (ইসি) প্রভাব বিস্তার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (২৫ জুলাই) রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপের সপ্তম দিনে তিনি এ কথা জানান। বলেন, আইন অনুযায়ী কমান্ডিং ক্ষমতা ইসির হাতে। সে পরিবেশ তৈরি করার তাগিদ দিয়েছেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সংবিধান যখন যেমন হবে তাতে ইসির কোনো সমস্যা নেই। তবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বর্তমান সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। দিনের শুরুতে সংলাপে মুসলিম লীগ নেতারা বলেন, ইসি চাইলেও বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে ইভিএম ব্যবহার না করার পরামর্শ দলটির।

এরপরে সংলাপে যোগ দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। তবে সংলাপে যোগ দিচ্ছে না বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply