পুঁজি হারিয়ে হতাশ নওগাঁর ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা

|

কোরবানির ঈদে নওগাঁয় চামড়া কিনতে অন্তত ১০ কোটি টাকা বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণের কিছুদিন পর সেগুলো বিক্রি করতে গিয়ে পড়েছেন বিপাকে। লোকসানে পুঁজি হারিয়ে হতাশ প্রান্তিক ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, হাটে মিলছে না দর, ভরা মৌসুমে সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনছেন ব্যাপারী ও ট্যানারি মালিকরা।

নওগাঁর বিভিন্ন হাটে লবণযুক্ত চামড়ার সরবরাহ বেড়েছে। তবে বেচাকেনায় চলছে মন্দা। ফেরিঘাট ও চাকড়াইল হাটে গরুর চামড়া বিক্রি হচ্ছে সাড়ে ৪শ থেকে ৫শ টাকায়। খাসির চামড়ার দর প্রতি বর্গফুট মাত্র ৩ থেকে ৪ টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে তদারকি নেই। সুযোগসন্ধানী চক্র ও ট্যানারি মালিকদের হাতে জিম্মি চামড়ার বাজার। এতে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন অনেকে।

জেলায় এবার কোরবানির ঈদে প্রায় আড়াই লাখ চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করেছেন ব্যবসায়ী। ব্যবসায়ীরা বলছেন, সংরক্ষণ করা চামড়ার ৯০ ভাগই এখনও গুদামে পড়ে আছে।

প্রসঙ্গত, এবার কোরবানি ঈদে ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়া ৪০ থেকে ৪৪ টাকা ও খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা দর বেধে দেয় সরকার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply