রূপগঞ্জে মাজার থেকে ডাকাত আটক

|

ছবি: সংগৃহীত

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকনিকের গাড়িতে ডাকাতির ঘটনায় স্বপন নামের এক ডাকাতকে স্থানীয় একটি মাজারের ভেতর থেকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৫ জুলাই) দুপুরে রূপগঞ্জের মনু শাহ মাজার থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আটক অপর আরেকজনকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর গ্রামের লোকজন সিডিএম ট্রাভেলসের একটি যাত্রীবাহী গাড়ি (ঢাকা মেট্রো- ব- ১৫-৮১৭৭) নিয়ে কক্সবাজার যায়। রোববার রাতে গাড়িটি একই এলাকায় ফিরে যাত্রী নামানোর পর একদল লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে চালক খোকন এবং হেলপার আরাফাত হোসেন শরিফকে জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন লুট করে। এ ঘটনায় খোকন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার দুপুরে পুলিশ রূপগঞ্জের মনু শাহ মাজার থেকে স্বপন (২৫) নামে একজনকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করে।

এদিকে অন্তু নামে আরেকজনকে এ ঘটনায় আটক করলেও ডাকাতির সাথে তার সম্পৃক্ততা না পেয়ে পুলিশ তাকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আদালতে প্রেরণ করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply