চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে আরও দুই কনটেইনার বিদেশি মদের বিশাল চালান। এ নিয়ে পরপর ৩ দিনে জব্দ করা হলো ৫ কনটেইনার মদ। এবারের চালান দুটিও মিথ্যা ঘোষণা দিয়ে আনা হয়েছে চীন থেকে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে কাস্টমসের কায়িক পরীক্ষায় ধরা পড়ে জালিয়াতি। এর মধ্যে এক কনটেইনার মদ আনা হয়েছে পলি প্রোপাইলিন রেজিন ঘোষণায়, আরেকটি এনেছে সুতা ঘোষণা দিয়ে।
বেপজার আইপি জালিয়াতির পাশাপাশি ব্যবহার করা হয়েছে ভুয়া আমদানিকারক প্রতিষ্ঠানের নাম। কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের জব্দ করা চালান দুটি ইনভেন্ট্রি চলছে। এরপর জানা যাবে প্রকৃত মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ।
ইউএইচ/
Leave a reply