শাবিপ্রবি শিক্ষার্থী খুন, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ বহিরাগত

|

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ বহিরাগতকে আটক করেছে পুলিশ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এদিকে বুলবুল হত্যার ঘটনায় জালালাবাদ থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। এরই মধ্যে তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস। জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা ও সর্বোচ্চ সাজার দাবি জানান তারা। একই সাথে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা।

লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ গতরাতে ক্যাম্পাসের গাজিকালুর টিলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিলেট ওসমানী মেডিকেলে আজ দুপুরে বুলবুলের মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply