স্থগিত হলো ধোনির করা মামলা

|

ছবি: সংগৃহীত

সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির করা মামলা স্থগিত করেছে ভারতীয় সুপ্রীম কোর্ট। ২০১৯ সালে আম্রপালি গ্রুপের নামে ৪২ কোটি টাকা বকেয়া থাকার মামলা করেন ভারতের এই বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আম্রপালি গ্রুপ নামক রিয়েল স্টেট সংস্থাটি ক্রেতাদের কাছ থেকে সম্পূর্ণ টাকা পাওয়ার পরও বাড়ি হস্তান্তর করেনি। কিন্তু বাড়ির কাজ এখনও শেষ না হওয়ায় এই মামলায় এখনি হাত দিতে পারছে না ভারতীয় আইন। ধোনি এই সংস্থার নামে রাঁচিতে একটি পেইন্ট হাউস বুক করেন। কিন্তু সম্পূর্ণ লেনদেন পরিশোধিত হলেও বাড়িটি বুঝে পাননি তিনি।

এদিকে, সংস্থাটির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন ভারতীয় সাবেক অধিনায়ক ধোনি। সেই সুবাদে ধোনির বকেয়া ৪২ কোটি ২২ লক্ষ টাকাও শোধ করেনি সংস্থাটি।

আরও পড়ুন: ৬ মিলিয়ন ডলারে বিক্রি কিংবদন্তি মোহাম্মদ আলীর ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ বেল্ট

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply