পাকিস্তানে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৭ জনে

|

সংগৃহীত ছবি।

পাকিস্তানে প্রলয়ংকারী বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩৭ জনে। মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। খবর রয়টার্সের।

জানায়, গেলো ২৪ ঘণ্টাতেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫ জন। তাছাড়া গেলো একমাসের প্রাকৃতিক দুর্যোগে আহত ৩৭০ জন। ক্ষতিগ্রস্ত ৬ হাজার ৮০০’র বেশি ঘরবাড়ি ও স্থাপনা। পানির তোড়ে অন্তত ৫০টি সংযোগ সেতু ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত সাড়ে ছয়শো কিলোমিটার সড়কপথ।

মন্ত্রণালয়ের হিসাবে, ভারি বৃষ্টিপাত- প্রবল বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে ১৭শ’র বেশি গবাদি পশুর। দেশটিতে চলমান দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বালুচিস্তান প্রদেশ। সেখানেই প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এরপরই রয়েছে পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশ। পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ শহরগুলোতে জাতীয় ছুটিও ঘোষণা করা হয়েছিল। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরুনোর পরামর্শ স্থানীয় প্রশাসনের। কারণ হিসেবে বলা হয়, পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply