নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত চুক্তি করতে যাচ্ছে গ্রিস ও সৌদি আরব

|

গ্রিস ও সৌদি আরব নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত চুক্তি করতে যাচ্ছে। এথেন্স সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার (২৬ জুলাই) এ তথ্য জানান। খবর রয়টার্সের।

এদিন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের সাথে বৈঠক করেন সৌদি যুবরাজ। বিনিয়োগ ও নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতেও আলোচনা হয় তাদের। সমঝোতা হয় বেশ কিছু বিষয়ে। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর প্রথমবারের মতো কোনো ইইউভুক্ত দেশে গেলেন সৌদি যুবরাজ।

মধ্যপ্রাচ্যের বাইরে মোহাম্মদ বিন সালমানের শেষ বিদেশ সফর ছিল ২০১৯-এ। সে সময় জাপানে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি। গ্রিস থেকে ফ্রান্স সফরে যাবেন তিনি।

মোহাম্মদ বিন সালমান বলেন, গ্রিস-সৌদি সম্পর্ক ঐতিহাসিক। এখানে খালি হাতে আসিনি। দুই দেশের জন্য গেম চেঞ্জার হতে পারে এমন অনেক বিষয় রয়েছে আমাদের এজেন্ডায়। বিনিয়োগ, বাণিজ্য, নিরাপত্তাসহ অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎসহ বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছি। গ্রিসকে অনেক সুলভমূল্যে নবায়নযোগ্য জ্বালানি দিতে পারবো। টেলিকমিউনিকেশন খাতেও একসাথে কাজ করবো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply