দখলকৃত সরকারি জমি উদ্ধার করে খেলার মাঠ করা হবে: মেয়র তাপস

|

ছবি: সংগৃহীত।

ঢাকা শহরের দখল হওয়া সরকারি জমি উদ্ধার করে খেলার মাঠ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নুর তাপস। বুধবার (২৭ জুলাই) সকালে রাজধানীর বাসাবো বালুর মাঠ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

এ সময় মেয়র তাপস বলেন, দক্ষিণ সিটিতে মাঠ নির্মাণে বড় সমস্যা জমি দখল হয়ে যাওয়া। বাসাবো মাঠের জমিও দীর্ঘদিন দখল ছিল। পর্যায়ক্রমে সব জমি উদ্ধার করে খেলার মাঠ করা হবে বলে জানান মেয়র।

অনুষ্ঠানে স্থানীয় এমপি সাবের হোসেন চৌধুরী বলেন, দেশে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে এলাকাভিত্তিক খেলার মাঠের বিকল্প নেই। তাই জনপ্রতিনিধিদের এই বিষয়ে পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply