আইসিসির সহযোগী সদস্য হিসেবে সংযুক্ত হলো আরও তিন দেশ

|

ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে আইসিসির সহযোগী সদস্য হিসেবে সংযুক্ত হলো আরও তিনটি নতুন দেশ; কম্বোডিয়া, উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট।

ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে মঙ্গলবার (২৬ জুলাই) এই তিনদেশকে সদস্যপদ দেয় আইসিসি। ফলে স্বীকৃত ক্রিকেট খেলুড়ে দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৮টি। মঙ্গলবার রাতে বার্মিংহামে চলমান আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়।

সব মিলিয়ে এশিয়ার ২৫ ও আফ্রিকার ২১ দেশ পেলো আইসিসির সদস্যপদ। মূলত এই স্বীকৃতির বড় মানদণ্ড নিয়মিত ঘরোয়া ক্রিকেট আয়োজন।ওয়ানডে ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি বয়সভিত্তিক ও নারী দলও থাকতে হবে। নতুন তিন দেশই আইসিসির এ শর্তপূরণ করেছে।

আরও পড়ুন: ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply