Site icon Jamuna Television

রাতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে দু’দল। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। প্রস্তুতি ম্যাচে হারলেও, প্রথম ম্যাচ জিততে টিম স্পিরিটের উপর জোর দিচ্ছে বাংলাদেশ।

অধিনায়ক সাকিব আল-হাসানের দাবি ম্যাচ জিততে দায়িত্ব নিতে হবে সবাইকে। অন্যদিকে আফগান অধিনায়ক আজগর স্টানিকজাই তাদের স্পিন আক্রমনের ওপর ভরসা রাখছেন। প্রস্তুতি ম্যাচে হারের অভিজ্ঞতা বলেই প্রথম ম্যাচে কোন ঝুঁকি নিবে না বাংলাদেশ। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হচ্ছেন লিটন দাস। সেক্ষেত্রে বাদ পড়বেন সৌম্য সরকার। সাব্বির রহমান, সাকিব আল হাসানের সঙ্গে ব্যাটিংয়ে আস্থা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। প্রস্তুতি ম্যাচে ভালো করায় দলে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বিশেষজ্ঞ স্পিনার মেহেদি হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপু। পেইস বোলিংয়ে রুবেলের সঙ্গে আস্থা আবু হায়দার রনি।

Exit mobile version