প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর দল ক্লাব আমেরিকার সঙ্গে ২-২-গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। তবে এরচেয়েও হয়তো বড় খবর, লস ব্লাঙ্কোসদের হয়ে ১৮৯ দিন পর গোল করেছেন দলের বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫ মিনিটেই এগিয়ে যায় ক্লাব আমেরিকা। দলটির হয়ে গোল করেন হেনরি মার্টিন। ২২ মিনিটে করিম বেনজেমা দুর্দান্ত গোল করে নাম তোলেন স্কোরশিটে।
দ্বিতীয়ার্ধে বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, টনি ক্রুস, লুকা মড্রিচসহ নিয়মিত ৮ ফুটবলারকে তুলে নেন কোচ কার্লো আনচেলোত্তি। তারপরও লিড নেয় রিয়াল। স্পটকিক থেকে গোল করেন হ্যাজার্ড। কিন্তু ৮০ মিনিটে পেনাল্টি থেকে মেক্সিকোর ক্লাবটিকে সমতায় ফেরান ফিদালগো।
আরও পড়ুন: ডেম্বেলের দুর্দান্ত জোড়া গোলের জবাব দিলেন কিন, ড্র বার্সা-য়্যুভেন্টাস লড়াই
/এম ই
Leave a reply