পর্দা উঠতে যাচ্ছে ৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবের

|

ইন্টারনেট থেকে নেয়া ছবি।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব। উৎসবটি প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করেছে আজ। এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ বা গোল্ডেন লায়নের জন্য।

বুধবার (২৭ জুলাই) সকালে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে প্রাচীন এ উৎসবে নির্বাচিত সিনেমার তালিকা ঘোষণা করেন উৎসবের পরিচালক রবার্তো সিকাত্তো। চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই উৎসব কর্তৃপক্ষ ঘোষণা করে উদ্বোধনী সিনেমার নামও। জানা গেছে, নোয়াহ বামবাক পরিচালিত ‘হোয়াইট নয়েজ’ সিনেমা দিয়ে পর্দা উঠবে এবারের উৎসবের।

ভেনিস চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলোর দিকে বিশ্ব চলচ্চিত্রবোদ্ধা ও চলচ্চিত্রপ্রেমীদের আলাদা আগ্রহ থাকে সবসময়ই। প্রতি বছর নির্বাচিত সিনেমা বাছাইয়েও থাকে আলাদা নজর। এবারও ঘটেছে একই ঘটনা। মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা। ‘মাদার’ সিনেমার পর পাঁচ বছর বিরতি দিয়ে ড্যারেন অ্যারোনফস্কি ফিরছেন ‘দ্য হুইল’ সিনেমা নিয়ে। দীর্ঘ প্রায় এক দশক পর অ্যান্ড্রু ডমিনিকও ফিরছেন নতুন সিনেমা ‘ব্লন্ডি’ দিয়ে।

এদিকে, ২০১৫ সালে ‘রেভন্যান্ট’ সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেহান্দ্রো গঞ্জালভেজ ইনারিতু। ‘রেভন্যান্ট’ দিয়ে সেবার ইনারিতু জিতে নেন পরিচালক বিভাগের অস্কার। সিনেমার অভিনেতা ডিক্যাপ্রিও ক্যারিয়ারে প্রথমবার অভিনয়ের জন্য যোগ হয় সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার। মেক্সিকান এ চলচ্চিত্র নির্মাতা এবার ‘বারডো’ দিয়ে পর্দায় ফিরছেন। ভেনিসের এ তালিকায় আরও রয়েছেন লুকা গোওডাগিনো, জোয়ানা হগ ও লরা পোইট্রাসের মতো পরিচালকেরা। সম্প্রতি ইরানে আটক হওয়া বিশ্বখ্যাত পরিচালক  জাফর পানাহির ‘নো বেয়ারস’ সিনেমাটিও স্থান পেয়েছে এবারের উৎসবে। বোঝাই যায়, এবার প্রতিযোগিতা বিভাগে টক্কর হবে সমানে সমান।

৭৯তম এই চলচ্চিত্র উৎসবে আউট অব কমপিটিশন ফিকশন ও নন–ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। এছাড়া হরাইজনস শাখায় ছয়টি সিনেমা মনোনয়ন পেয়েছে। আরও রয়েছে হরাইজন এক্সট্রা বিভাগে ৯টি সিনেমা, ১২টি তথ্যচিত্র, আউট অব কমপিটিশন সিরিজ বিভাগে ২টি ৬ পর্বের সিরিজ।

গত বছর ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার স্বর্ণসিংহ জিতেছিল ফরাসি সিনেমা ‘হ্যাপেনিং’। পরিচালনা করেছিলেন ফরাসি পরিচালক ওদগে দিওয়ান। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। এবারের উৎসবের সমাপনী সিনেমা ‘আদার পিপলস চিলড্রেন’। পরিচালনা করেছেন রেবেকা জটলস্কি।

মহামারির পর চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে প্রাচীন এ উৎসব দিয়েই বিনোদন দুনিয়া ফিরেছিল আপন আলোয়। বদলে যাওয়া সময়ে, তারকাদের দেখা গিয়েছিল মাস্ক পরে রেড কার্পেটে হাঁটতে। আবারও নানা দেশে করোনার ঢেউ আসায় উৎসবে বাড়তি সতর্কতা মানতে হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছুদিন। আপাতত কোন সিনেমা সেরার তালিকায় আসার যোগ্য, সে হিসেব কষতেই ব্যস্ত ভক্ত আর চলচ্চিত্র বোদ্ধারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply