Site icon Jamuna Television

অস্ত্রপচারে শিশু মৃত্যুর মামলায় ডাক্তার গ্রেফতার, আন্দোলনে চিকিৎসকরা

রংপুরে অস্ত্রপচারে শিশু মৃত্যুর মামলায় গ্রেফতার সহকর্মীর মুক্তির দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা।

দুপুর থেকে নগরীর সব ক্লিনিকে অস্ত্রপচার বন্ধ। সন্ধ্যার পর চিকিৎসকদের কাজে যোগ দেয়ার কথা রয়েছে। তবে আজকের মধ্যে দাবি পূরণ না হলে কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

গতকাল শনিবার টনসিল অপারেশনের সময় সেন্ট্রাল ক্লিনিক অ্যান্ড নার্সি হোমে মৃত্যু হয় শিশু সিয়ামের। এ ঘটনায় মামলা করেন নিহত শিশুর বাবা রেজ্জাকুল ইসলাম। চিকিৎসক ডা. আব্দুল হাইকে আজ গ্রেফতার করা হয়।

Exit mobile version