রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের চিঠি চৈতির হাতে দিয়েছেন মেয়র আতিক

|

প্রয়াত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের অনুমোদনের আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৭ জুলাই) রুবেলের স্ত্রী ফারহানা চৈতির কাছে চিঠি তুলে দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় দেশের প্রতি রুবেলের অবদান তুলে ধরেন ডিএনসিসি মেয়র।

প্রসঙ্গত, ব্রেন টিউমারের সঙ্গে সাড়ে তিন বছরের লড়াই শেষে জীবনের কাছে হার মানেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। গেল ১৯ এপ্রিল মারা যান তিনি। রুবেলের মৃত্যুর পর রাজধানীর বনানিতে তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের আবেদন জানায় রুবেলের পরিবার। সেই আবেদনে সাড়া দিয়ে কবরটি স্থায়ী করে দেন মেয়র আতিকুল ইসলাম।

আরও পড়ুন: টেস্টে গত ২৫ বছরে দুইশ উইকেট নিয়েছেন ৭ অজি বোলার, বাংলাদেশ-পাকিস্তানের কেউ পারেনি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply