উইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

|

ছবি: সংগৃহীত

সিরিজের শেষ ওয়ানডেতে উইন্ডিজকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১৯ রানে হারিয়ে তাদেরকে হোয়াইটওয়াশ করলো ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩৬ ওভারে ৩ উইকেটে ২২৫ রান করে ভারত। বড় টার্গেট তাড়া করতে নেমে ১৩৭ রানে অলআউট হয় ক্যারিবিয়রা।

ত্রিনিদাদে আগে ব্যাটিং করতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক শিখর ধাওয়ান ও শুভমান গিল। ১১৩ রানের জুটি ভাঙে ৫৮ রান করে ধাওয়ান সাজঘরে ফিরলে। তবে গিলের অপরাজিত ৯৮, শ্রেয়াশ আইয়ারের ঝড়ো ৪৪ রানের ইনিংসে ভারত ৩ উইকেটে ২২৫ রান করার পর দ্বিতীয় দফা বৃষ্টির বাগড়ায় বন্ধ হয় ম্যাচ। এরপর আর ব্যাটিংয়ে নামেনি ভারত।

৩৫ ওভারে ২৫৭ রানের বিশাল টার্গেট দাঁড়ায় উইন্ডিজের সামনে। কিন্তু ভারতীয় পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। শাই হোপের ২২, ব্র্যান্ডন কিংয়ের ৪২ আর নিকোলাস পুরানের ৪৪ রানের ইনিংস ছাড়া আর কেউই সফল হতে পারেননি। তাই ২৬ ওভারেই ১৩৭ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply