রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিসৌরি

|

ছবি: সংগৃহীত

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেন্ট লুইস শহরে। বন্যায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বার্তা সংস্থা এপির।

এরই মধ্যে অঞ্চলটিতে জরুরি সতর্কতা জারি করেছে নগর প্রশাসন। টানা বৃষ্টিতে ডুবে গেছে চারটি হাইওয়েসহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। অনেক অঞ্চলে এখনো বৃষ্টি হচ্ছে, যার ফলে দ্রুত পানি বাড়ছে।

বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দের উদ্ধারে মাঠে নেমেছে জরুরি বিভাগের কর্মীরা। ঘরবাড়িতে পানি ঢোকায় এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অনেকে। পানিতে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

মেট্রোপলিটন এলাকায় বুধবার ২৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয় মধ্যরাতে। আরও অন্তত এক সপ্তাহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply